করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে উড়োজাহাজ খাত। সংক্রমণ রোধে বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং লকডাউনের কারণে বিশ্বের বড় সব উড়োজাহাজ সংস্থার ফ্লাইট প্রায় বন্ধ হয়ে যায়। জার্মানির লুফথানসাও তার মধ্যে একটি। প্রতিষ্ঠানটি লোকসান এড়াতে চলতি বছরের শেষের দিকে ২৯ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। এছাড়া আগামী বছর আরও দেশের অভ্যন্তরে আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
২০২৫ সালের আগে আকাশ পথে ভ্রমণ করোনা মহামারির আগের অবস্থানে ফিরে আসবে না। এ জন্য লুফথানসা এবং এর সহযোগী প্রতিষ্ঠান ইইউরোউইংস, সুইস, অস্ট্রিয়ান ও ব্রাসেলস এয়ারলাইনস তাদের ফ্লাইট সময়সূচি, ফ্লাইট ও কর্মী সংখ্যা কমিয়েছে। প্রতিষ্ঠানটির সূত্রের বরাতে স্থানীয় একটি পত্রিকা বলেছে, জার্মানির বাইরে লুফথানসা ২০ হাজার কর্মী ছাঁটাই করবে। এছাড়া প্রতিষ্ঠানটির ক্যাটারিং ইউনিট এলএসজি বিক্রি করে দিচ্ছে লুফথানসা। এতে সাত হাজার কর্মী কমে কর্মী সংখ্যা দাঁড়াবে এক লাখ ৯ হাজার। এদিকে আগামী বছর জার্মানিতে আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি।
Leave a Reply