ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকায় ট্রাক চাপায় সফিকুল ইসলাম সফি (৩৮) নামে এক মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকায় পন্যবাহী ট্রাক কুমিল্লা মুখী মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে সফিকুল নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়।
ঘটনার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে নিহত সফিকুল ইসলামের শ্বশুর ঢাকা হাসপাতালে মারা গেলে তার লাঁশ কুমিল্লা আনার পথে এম্বুলেন্সের পিছনে করে মোটর সাইকেলে আসছিলেন সফিকুর ইসলাম সফিক। হটাৎ চান্দিনার নাওতলা আসার পর পিছন থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে মোটর সাইকেল আরোহী সফিকুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।
নিহত সফিকুল ইসলাম ঢাকার মহাখালী এলাকার। বাসিন্দা। ইলেটগন্জ হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply