ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস নামক স্থানে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক হেলপারসহ ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল করিম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা নামক স্থানে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপারসহ ৪জন নিহত হয়। আহত হয় আরও ৩ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
ঘনকুয়াশা ও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পিকআপ ভ্যান উল্টো রাস্তায় প্রবেশ করায় এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply