রায়ের বাজার কবরস্থান। সকাল ১১টায় আমার শাশুড়ীকে সবাই রেখে আসলাম অন্তিম শয়নে। শোকাহত সবাই। গতকাল তিনি অনন্তলোকে যাত্রা করেছেন স্রষ্টার আহ্বানে। আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন।
কবরস্থানে সারি সারি কবর। কিছুদিন আগে আমার চাচীকে এখানেই দাফন করা হয়েছে। সবার কবরে নামফলক। কবরস্থানে গেলে বুঝা যায় কত তুচ্ছ এ জীবন। তার থেকে তুচ্ছ সহায় সম্পদ, সন্মান! ফেসবুক থেকে।
Leave a Reply