ঘন কুয়াশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় বিমান স্বাভাবিক চলাচল বিঘ্নিত হয়েছে।
কুয়াশার কারণে রানওয়ের দৃষ্টিসীমা কম থাকায় ৫টি ফ্লাইট কলকাতা, দিল্লি, কুনমিং ও ব্যাংককের বিমানবন্দরে অবতরণে বাধ্য হয়।
এয়ার অ্যারাবিয়া, চায়না সাউদার্ন ও সৌদি এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট এসব বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান জানান, মঙ্গলবার রাত ১১টার পর থেকে কুয়াশার কারণে বিমান ওঠানামা বন্ধ ছিল।
তবে বুধবার সকাল ৮টার পর বিমান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয় আরও এক ঘণ্টা পর সকাল ৯টা থেকে। ফলে প্রতিটি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে আধাঘণ্টা থেকে এক ঘণ্টা দেরিতে ছাড়ে।
Leave a Reply