আজ দুপুর ১২ টা ২ মিনিটে ৪১তম পাপড়ি স্থাপনের মধ্য দিয়ে প্রস্ফুটিত হল দেশের সক্ষমতার ‘পদ্মফুল’ ; আমাদের স্বপ্নের বর্ণিল দিগন্ত পদ্মা সেতু।
দুর্নীতির অপবাদ ঘুচিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমান্চলের সাথে রাজধানীর নদীজনিত বিচ্ছিন্নতা জয় করলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। সরকারের সাফল্যের মুকুটে যোগ করলেন আরও একটি হিরন্ময় পালক। তিনি প্রমাণ করেছেন, বাঙালি বীরের জাতি।
স্বপ্ন’কে দৃশ্যমান করতে যিনি গাঢ় কুয়াশায় কখনও প্রখর রৌদ্রে, কখনও তীব্র শীতে কিংবা ঘন বরিষায় ১৬৯ বার সাইট ভিজিট করেছেন, করেছেন নিবিড় তদারকি, তিনি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। মাননীয় মন্ত্রী প্রমাণ করেছেন, কমিটমেন্ট সুদৃঢ় হলে যে কোন দুর্গম পথ পাড়ি দেয়া সম্ভব।
পদ্মার দুই তীরের অসংখ্য মানুষ, যারা নিজের শেষ আশ্রয়, বাড়ি-ঘর, ফসলী জমি দিয়ে স্বপ্নের জাল বুনেছেন, তাদের দুই চোখেও আজ আনন্দাশ্রু। ফেসবুক থেকে।
Leave a Reply