বিপদজনক ৪০ কার্গো বেহাত হওয়ার আশঙ্কা
সম্প্রতি সমুদ্রে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। জাপানি কন্টেইনার কোম্পানি ওশেন নেটওয়ার্ক এক্সপ্রেসের (ওয়ান) কন্টেইনারবাহী একটি জাহাজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ১৮১৬টি কন্টেইনার হারিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশ কিছু কন্টেইনার। উত্তর প্রশান্ত মহাসাগরে এই দুর্ঘটনা ঘটেছে। গভীর সমুদ্রে কন্টেইনারবাহী জাহাজ দুর্ঘটনার ক্ষেত্রে এটাই সবচেয়ে বড়। আর এতগুলো কন্টেইনার হারানোর ঘটনাও সাম্প্রতিক সময়ে হয়নি।
এই ঘটনায় সবচেয়ে বেশি শঙ্কার কারণ ঘটেছে বিপদজনক কার্গো নিয়ে। হারিয়ে যাওয়া ৬৪টি কন্টেইনারে বিপদজনক কার্গো ছিল। সেগুলোতে কী ছিল তা জানা বলছে না কর্তৃপক্ষ। তবে এসব কন্টেইনার সন্ত্রাসীদের হাতে পড়লে খারাপ কিছু হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জাপানি কোম্পানির (ওয়ান) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর সমুদ্রে ১৮১৬টি কন্টেইনার হারিয়েছি আমরা। এর মধ্যে ৬৪টি কন্টেইনারে বিপদজনক কার্গো ছিল। এর আগে ধারণা করা হয়েছিল ৪০টি বিপদজনক কার্গোবাহী কন্টেইনার সমুদ্রে হারিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড এখনো কোনো কন্টেইনার খুঁজে পায়নি। তাছাড়া বিপদজনক কার্গো বলতে ঠিক কী বুঝানো হয়েছে, তাও স্পষ্ট করা হয়নি।
১৮১৬টি কন্টেইনার হারিয়েছে। ক্ষতিগ্রস্ত কন্টেইনারের সংখ্যা এখনো উল্লেখ করা হয়নি। জাহাজটির যেসব ছবি এরই মধ্যে প্রকাশিত হয়েছে তাতে বড় ধরণের ক্ষতি হওয়ারই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা মোট ক্ষতির পরিমাণ ২৫০ মিলিয়ন মার্কিন ডলার (দুই হাজার উনিশ কোটি টাকা প্রায়)। তবে একেকটা কন্টেইনারের কার্গোর মূল্য আকাশ-পাতাল পার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যেতে পারে। হারিয়ে যাওয়া কন্টেইনারের অনেকগুলোরই ইনস্যূরেন্স ছিল না। মোট ৫০ মিলিয়ন মার্কিন ডলারের ইনস্যূরেন্স ছিল বলে দাবি করছে ইনস্যূরেন্স কোম্পানি।
Leave a Reply