সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক অনুষ্ঠানে গত মাসে বিচারপতি মো. আশরাফুল কামাল বলেছিলেন- বাই সাইকেলে চড়ে মাঝে মাঝে হাইকোর্টে আসবেন। এক মাসের ব্যবধানে সাইকেল কেনার পর রোববার ওই সাইকেল চালিয়ে হাইকোর্টে এসে কথা রেখেছেন তিনি। এসময় তার সঙ্গী হয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। একজন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ ফারুক ও অপরজন সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজ বিন ইউসুফ।
পরে মাহফুজ বিন ইউসুফ বলেন, গত নভেম্বর মাসে এক অনুষ্ঠানে তিনি (বিচারপতি) সাইকেল চালানোর কথা বলেছেন। তিনি কথা রেখেছেন। গত সপ্তাহে আমরাসহ গিয়ে উনার জন্য সাইকেল কিনেছি। আজকে সকালে আমি ও ইমতিয়াজ ফারুক ভাই ধানমন্ডি থেকে সাইকেল চালিয়ে কাকরাইলের জাজেস কমপ্লেক্সে আসি। পরে সকাল নয়টার দিকে বিচারপতি মহোদয়সহ আমরা সাইকেল চালিয়ে হাইকোর্টে এসেছি। আমরা আইনজীবীরা উচ্ছ্বাসিত। পরিবেশবান্ধব এ বাহনের জন্য আলাদা লেনের দাবি রয়েছে। অ্যাটর্নি জেনারেল স্যারও আমাদের পক্ষে রয়েছেন। আশা করি আলাদা লেন হবে এবং অনেকে সাইকেলে অভ্যস্ত হবেন।
Leave a Reply