ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৫ কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। গত ১৫ ডিসেম্বর রাতে দুবাই থেকে আসা লুৎফর রহমান নামে ওই যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে লুকানো ছিল ১৩০টি সোনার বার।
গতকাল ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ টিম) মারুফুর রহমান জানান, গোপন সংবাদে তারা সোনা চোরাচালানের বিষয়টি জানতে পারেন। এর প্রেক্ষিতে তাদের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারী করতে থাকেন। গত ১৫ ডিসেম্বর রাত ১১টায় দুবাই থেকে এমিরেটস এয়ার লাইনসের একটি ফ্লাইটে আসা যাত্রী লুৎফরের শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৩০টি সোনার বার পাওয়া যায়।
জানা যায়, লুৎফর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলায়। তার বয়স আনুমানিক ৫৩। জব্দ সোনাগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা।
Leave a Reply