রাজধানীর দারুস সালাম এলাকায় গরুর ট্রাক হতে ৪০ হাজার পিস ইয়াবাসহ ইউনুস হোসেন (৩৮) নামে এক মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য জানান।
জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘শুক্রবার (১৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে গরু পরিবহনের ট্রাকে বিশেষ কৌশলে লুকানো ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।’
আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও প্রাইভেটকারে রাজধানীতে আনে। পরে মিরপুরসহ আশেপাশের এলাকায় সেই ইয়াবা সরবরাহ করে আসছে।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা জিয়াউর রহমান চৌধুরী।
Leave a Reply