লা মেরিডিয়েন হোটেলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংয়ে সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের বিনিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে রাষ্ট্রীয় মালিকানার এ চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে এ বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।
ঢাকায় পাঁচতারকা হোটেল লা মেরিডিয়েনের পরিচালনাকারী কোম্পানি বেস্ট হোল্ডিংয়ে এই চার ব্যাংক মোট এক হাজার ৮০০ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে। চলতি বছরের শুরুতে কোম্পানির প্রতিটি শেয়ার ৬৫ টাকা দরে মোট ২৭ কোটি ৬৯ লাখ ২৩ হাজার শেয়ার কিনেছে ব্যাংকগুলো। এর মধ্যে সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংক ৫০০ কোটি টাকা করে বিনিয়োগ করেছে। রূপালী ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ৩০০ কোটি টাকা।
বেস্ট হোল্ডিং সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিরেক্ট লিস্টিং প্রক্রিয়ায় সরাসরি তালিকাভুক্ত হওয়ার আবেদন করে। অর্থমন্ত্রীর এক চিঠির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় মালিকানার বিনিয়োগ থাকায় এটিকে সরকারি কোম্পানি হিসেবে এ প্রক্রিয়ায় তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করা হয়। তাদের আবেদন ডিএসই কর্তৃপক্ষ ইতিবাচকভাবে বিবেচনায় নেয়। বিষয়টি জানতে পেরে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিরেক্ট লিস্টিং স্থগিতের আদেশ দেয়। একই সঙ্গে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে ডিএসইকে চিঠি দেয়।
অন্যদিকে অর্থ মন্ত্রণালয় মন্ত্রীর ওই চিঠির কার্যকারিতা স্থগিত করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানকে চিঠি দেয়। সর্বশেষ অর্থ মন্ত্রণালয় থেকে বিনিয়োগকারী চার ব্যাংককে বিনিয়োগের বিষয়ে পরিপূর্ণ তথ্য চেয়ে এ চিঠি দেওয়া হলো।
সূত্র জানায়, গতকালের চিঠিতে বেস্ট হোল্ডিংয়ে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের যে সভায় সিদ্ধান্ত হয়েছিল, সেটির কার্যবিবরণীও পাঠাতে বলেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। একই সঙ্গে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ৬৫ টাকা দরে বিনিয়োগের যৌক্তিকতার পুরো বিবরণ চেয়েছে।
Leave a Reply