’রফতানি-আমদানি বাণিজ্যে প্রভাব পড়বে’
বিশ্বের অন্যতম প্রধান শিপিং লাইন কসকো শিপিং কোম্পানি চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন স্থগিত করেছে। বন্দরে বিদ্যমান কনজেশনের কারণে কসকো তাদের কন্টেইনার জাহাজ চলাচল স্থগিত করেছে বলে জানা গেছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে প্রায় তিন দিনের বার্থিং বিলম্ব রয়েছে। এই জাহাজ জট শিপিং লাইনের অপারেটিং ব্যয় বাড়িয়ে দেয়।
কন্টেইনার পরিবহনে বিশ্বের তৃতীয় বৃহত্তম কসকো শিপিং জানিয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ইউরোপের বিভিন্ন গন্তব্য থেকে চট্টগ্রামে নতুন কোনো বুকিং গ্রহণ করা হবে না।

ঢাকা চট্টগ্রােম ব্যবসায়ীরা বলেছেন, এ জাতীয় স্থগিতাদেশ আমদানি-রফতানিকারকসহ বন্দর ব্যবহারকারীদের উপর প্রভাব ফেলবে। এই পরিস্থিতিতে অন্যান্য শিপিং অপারেটরগুলো এই রুটে কসকোর সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় তাদের ভাড়ার চার্জ বাড়িয়ে দিতে পারে।
বর্তমানে, ১২-১৩টি আন্তর্জাতিক শিপিং লাইন এবং ফিডার জাহাজ চট্টগ্রাম বন্দরে তাদের জাহাজ অপারেশন করে।
কসকো একটি চাইনিজ মেইনলাইন অপারেটর, বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্যে যার গুরুত্বপূর্ণ অংশগ্রহণ রয়েছে। এটি চট্টগ্রাম বন্দর থেকে বছরে গড়ে ৫০,০০০ কন্টেইনার পরিবহন করে।
Leave a Reply