ট্রাক চালকের সিটের নিচ থেকে বেরিয়ে এলো ১৪ হাজার পিস ইয়াবা। বৃহস্পতিবার রাতে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় ট্রাকে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় চালক আবুল কাশেমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আবুল কাশেম একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। ট্রাক চালানোর নাম করে সে নিয়মিত ইয়াবা পাচার করে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃত কাশেমের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
Leave a Reply