মহামারীর মধ্যেও গাড়ি নির্মাণের রেকর্ড করেছে টয়োটা। গত নভেম্বরে জাপানের গাড়ি প্রস্তুতকারক সংস্থাটির উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮ লাখ ২৮ হাজার ৬৬ ইউনিটে পৌঁছেছে। বৈশ্বিক স্বাস্থ্য সংকটে নানা সমস্যার মধ্যেও এটি স্থিতিস্থাপকতার চিত্র তুলে ধরে। খবর দ্য মাইনিচি।
মহামারীতে নভেম্বরে যেখানে অন্য অনেক জাপানি গাড়ি নির্মাতা কোম্পানির নির্মাণ হ্রাস পেয়েছে, সেখানে চীন ও জাপানে বাড়তি চাহিদার কারণে টয়োটা টানা তৃতীয় মাসের মতো গাড়ি নির্মাণ বাড়িয়ে দিয়েছিল। নভেম্বরে টয়োটাসহ আটটি শীর্ষ জাপানি গাড়ি প্রস্তুতকারক সংস্থার বিশ্বজুড়ে মোট নির্মাণ শূন্য দশমিক ৩ শতাংশ কমে ২৩ লাখ ৬০ হাজার ইউনিটে পৌঁছে। এটি আগের তিন মাসের মধ্যে প্রথম হ্রাস।
নিশান মোটরের গাড়ি নির্মাণ ৫ দশমিক ৬ শতাংশ কমেছে। এ নিয়ে টানা ১৪ মাস গাড়ি নির্মাণ কমল নিশানের।
টয়োটার মতো হোন্ডা মোটরের নির্মাণও বেশ চাঙ্গা হয়েছে। গত মাসে চীনে জোরালো চাহিদার ভিত্তিতে হোন্ডা বিশ্বজুড়ে উৎপাদন ১১ দশমিক ৪ শতাংশ বাড়িয়েছে। এছাড়া ফ্রান্সের নিশান ও রেনোঁ এসএর সঙ্গে ত্রিপক্ষীয় জোটের সদস্য মিত্সুবিশির দেশীয় চাহিদা কমে যাওয়ায় গাড়ি নির্মাণ ২৫ দশমিক ৭ শতাংশ কমেছে।
নভেম্বরে আটটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার বিশ্বজুড়ে বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ কমে গেছে। অন্যদিকে এ মাসে টয়োটার বিশ্বজুড়ে গাড়ি বিক্রি ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৮ লাখ ৫২ হাজার ২১৩ ইউনিটে পৌঁছেছে।
Leave a Reply