দেশী-বিদেশী কোনো এয়ারলাইন্স করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ সনদ ছাড়া বিদেশ থেকে যাত্রী আনলেই ওই এয়ারলাইন্সকে জরিমানা করা হবে। দ্বিতীয়বার একই ফল্ট করলে ওই এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হবে।
সম্প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এমন কঠোর নির্দেশনা দেয়ার পরও সনদ ছাড়াই কোনো কোনো এয়ারলাইন্স এখনো যাত্রী পরিবহন করছে বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করোনা পজেটিভ যাত্রী পাওয়ায় ওই এয়ারলাইন্স কর্তৃপক্ষকে বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই সাথে ওই ফ্লাইটের এক যাত্রী করোনা পজেটিভ হওয়ায় তাকেও ১০ হাজার টাকা জরিমানা করেন বিমানবন্দর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
Leave a Reply