সিলেটে দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন পরিবহন শ্রমিকরা। কথায় কথায় ধর্মঘট, যাতীদের সাথে দুর্ব্যবহার তাদের কাছে এখন নিত্যদিনের বিষয়। পাথর শ্রমিকদের সাথে পরিবহন শ্রমিকদের নূন্যতম কোন সম্পর্ক না থাকলেও তারা পাথর ইস্যুতের ধর্মঘট দিতে দ্বিধাবোধ করেনা। সিলেটে পরিবহন শ্রমিকদের চলা ধর্মঘটের মধ্যেই গত মঙ্গলবার সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের উপস্থিততে সিলেট-শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডে বিআরটিসির বাস সার্ভিস উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু উদ্বোধনের ৫ দিনের মাথায় পরিবহন মালিকদের ইন্ধনে বিআরটিসির সিলেট ডিপোর অপারেশন ম্যানেজার জুলফিকার আলীকে মারধর, চালক ও হেলপারদের মারধর করে বিআরটিসির বাস বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে অর্ধ শতাধিক শ্রমিক এসে বিআরটিসি কাউন্টারে তালা লাগিয়ে ওই কর্মকর্তার সরকারি গাড়ি ভাঙচুর করেন। তারা একটি গাড়িতে ভাঙচুর চালানো এবং চালক-হেলপারকে মারধর করে গাড়ি বন্ধ করে দেয়। এসময় তারা কাউন্টার থেকে নগদ প্রায় সাড়ে ১২ হাজার টাকা এবং একটি ল্যাপটপ ছিনিয়ে নেন বলে দাবি সংশ্লিষ্টদের।
Leave a Reply