হরমুজ প্রণালীতে একটি শক্তিশালী ঝড় বয়ে গেছে। এই ঝড়ে একটি ইরানি ল্যান্ডিং ক্রাফট (সমুদ্র থেকে কোনো কিছু তীরে নামানোর জাহাজ) উল্টে গেছে এবং সাতজন নাবিক সাগরে নিখোঁজ হয়েছেন। ইরানের মেহের নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। এই ঝড়ে তেহরানের উত্তরে আলবার্জ পর্বতশ্রেণীতে ১২ জন পর্বতারোহী নিহত হয়। লারাক দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ২৫ মাইল দূরে মোটামুটি হরমুজ প্রণালীর মাঝখানে অবস্থিত একটি জাহাজকে ডুবিয়ে দিয়েছে। হর্মোজগান প্রদেশের বন্দর ও ন্যাভিগেশন ব্যুরোর কর্মকর্তা ইসমাইল মকিজাাদেহ বলেছেন, নিখোঁজ সাত নাবিকের অনুসন্ধান কাজ শুরু করা হয়েছে।
মকিজাদেহ মেহের নিউজকে বলেছেন, হরমুজগান অনুসন্ধান ও উদ্ধার সমন্বয় কেন্দ্রটি ল্যান্ডিং ক্রাফট সম্পর্কে সঙ্কটের একটি রিলে করা সতর্ক বার্তা পেয়েছিল। যেখানে প্রবল বন্যার কথা উল্লেখ করা হয়েছেছ। কর্তৃপক্ষ কেশম দ্বীপ থেকে একটি অনুসন্ধান ও উদ্ধারকারী লাইফবোট প্রেরণ করেছে এবং এই কাজে অংশ নিতে নিকটস্থ ব্যবসায়ী জাহাজগুলির কাছ থেকে সহায়তা চেয়েছে।
খারাপ আবহাওয়ায় উদ্ধার অভিযান বাধাগ্রস্থ হয়েছে। শনিবার ভোরের দিকে অনুসন্ধান কাজ শুরু হয়। বিকেলের দিকে জাহাজের অবস্থান খুঁজে পায় উদ্ধারকারী দল। মকিজাদেহ জানিয়েছেন, বেঁচে থাকা লোকদের সন্ধানের জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচলরত সকল জাহাজকে সতর্ক করা হয়েছ। পাশাপাশি ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের উদ্ধারকারী কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে।
Leave a Reply