ডিজিটাল ইভেন্ট আয়োজনের মাধ্যমে টিভিএস অটো বাংলাদেশ মোটরসাইকেল গ্রাহকদের উপহার দিয়েছে অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভি, যার সঙ্গে ব্লুটুথ সংযোগ স্থাপনে সক্ষম স্মার্ট-এক্স-কানেক্ট টেকনোলজির। গতকাল সোমবার সন্ধ্যায় তরুণ প্রজন্মের চাহিদা মেটাতে এই মোটরসাইকেল উদ্বোধন করা হয়।
স্মার্ট-এক্স-কানেক্ট টেকনোলজির সঙ্গে এই মোটরসাইকেলে দেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন হেডলাইট, রেডিয়াল টায়ার ও নতুন গ্রাফিকস। এই মোটরসাইকেলের উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশের সিইও বিপ্লব কুমার রায়। মোটরসাইকেলটির উদ্বোধন উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘টিভিএস অ্যাপাচি আরটিআর সিরিজটি এরই মধ্যে বাংলাদেশে অসাধারণ গ্রাহক সন্তুষ্টি অর্জন করেছে। এর নতুন যেকোনো ভারশনই দেশের বাইকপ্রেমীদের জন্য খুবই এক্সাইটিং একটি বিষয়। এটি টিভিএস অটো বাংলাদেশের সব শোরুম ও ২৩৫টি সেলস, সার্ভিস ও পার্টস ডিলার পয়েন্টে পাওয়া যাবে।’
অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভি-এর নতুন সংস্করণটির সিঙ্গেল ডিস্কের বিক্রয় মূল্য ধরা হয়েছে এক লাখ ৮৬ হাজার ৯০০ টাকা এবং ডাবল ডিস্কের বিক্রয় মূল্য এক লাখ ৯৬ হাজার ৯০০ টাকা। এটি টিভিএস অটো বাংলাদেশের সব শোরুম ও ডিলার পয়েন্টে আকর্ষণীয় তিনটি রংয়ে পাওয়া যাবে।
Leave a Reply