বিশ্বের খ্যাতনামা মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিরো মটোকর্প লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ১৬০ সিসির পরিবেশবান্ধব বিএস-৬ ইঞ্জিনের নতুন ‘THRILLER 160R’ বাইক। রবিবার হিরো বাংলাদেশের অফিশিয়াল ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে পণ্যটির লঞ্চিং করা হয়। বর্তমান সময়ে আধুনিক সব ফিচার সমৃদ্ধ ১৬০ সিসির এই মোস্ট পাওয়ারফুল ইঞ্জিনের স্ট্রিট ফাইটার বাইকটি বাংলাদেশের বাজারে ব্যাপক সাড়া জাগাবে বলে আশা ব্যক্ত করেন নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুসাব্বির আহমেদ। বাইকটি মূল্য নির্ধারণ করা হয় সিঙ্গেল ডিস্ক ১ লাখ ৮৯ হাজার ৯৯০ টাকা এবং ডাবল ডিস্কের ১ লাখ ৯৯ হাজার ৯৯০ টাকা।গ্রাহকদের জন্য বাইকটি ৩টি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।
Leave a Reply