দেশের প্রথম নৌকা জাদুঘরের উদ্বোধন বৃহস্পতিবার
বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম ‘বঙ্গবন্ধু নৌকা যাদুঘর’। আজ বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর পরিকল্পনায় ৭৮ শতাংশ জমিতে ৮১ দিনে যাদুঘরের প্রাথমিক নির্মাণ কাজ সম্পন্ন হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- ‘মুজিববর্ষ’কে সামনে রেখে যাদুঘরের উদ্বোধন হচ্ছে। ১৬৫ ফুট দৈর্ঘ্য ৩০ ফুট প্রস্থের নৌকার আদলে নৌকা যাদুঘর নির্মাণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, বরগুনার পর্যটন শিল্পকে দেশে ও দেশের বাহিরে তুলে ধরতে বঙ্গবন্ধু নৌকা যাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই যাদুঘরের মাধ্যমে নৌকার ইতিহাস, বঙ্গবন্ধু, বাংলাদেশকে জানবে, পাশাপাশি বরগুনা জেলাকেও চিনতে পারবে।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু নৌকা যাদুঘর নির্মাণ কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আশ্রাফুল ইসলাম সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
জানা যায়, বিলুপ্ত হওয়া ১০০ ধরনের নৌকা স্থান পাবে এ জাদুঘরে। কালের পরিক্রমায় দেশের নদী ধ্বংস হয়েছে এবং হারিয়ে যাচ্ছে নানান ধরনের নৌকা। বঙ্গবন্ধু নৌকা জাদুঘরে হারিয়ে যাওয়া বিভিন্ন অঞ্চলের নৌকা এবং বর্তমানে প্রচলিত নৌকার প্রতিকৃতি সংরক্ষণ করা হবে এই জাদুঘরে।
Leave a Reply