সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল অন্তত ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে সিলেটে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লেগে সিলিন্ডার বিস্ফোরণে চারজন, মানিকগঞ্জে তিনজন, চাঁপাইনবাবগঞ্জে দুজন, চট্টগ্রামে টেম্পু উল্টে এক যুবক, গাজীপুরের কালিয়াকৈরে ভ্যানচালক, কুড়িগ্রামের উলিপুরে সাইকেল আরোহী, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাক্টরচালক, ফেনীতে অটোচালক ও কালীগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত হন। সংবাদদাতাদের পাঠানো খবর-
সিলেট : সিলেটে সড়কের পাশে দাঁড়ানো ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়। এর মধ্যে অগ্নিদগ্ধ হয়ে গাড়ির ভিতর তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন। ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের বিয়ানীবাজার উপজেলার বারইগ্রামের মৃত কুনু মিয়ার ছেলে রাজন আহমদ (২৭), একই গ্রামের মাইক্রোচালক সুনাম আহমদ (২৬) ও গোলাপগঞ্জ উপজেলার রফিপুর গ্রামের মঞ্জু মিয়ার শিশু পুত্র হাসান আহমদ (৮)। অন্য এক নিহতের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে শিশুটি ছাড়া বাকি তিনজন ঘটনাস্থলেই নিহত হন। শিশু হাসান আহমদকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসান দুর্ঘটনাস্থলের পাশর্^বর্তী কলোনির বাসিন্দা।
দুর্ঘটনার সময় গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন উড়ে গিয়ে শিশুর ওপরে পড়ে। এতে সে অগ্নিদগ্ধ হয়।
ফায়ার সার্ভিসের পরিদর্শক আলাউদ্দিন মনির জানান, দুর্ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক কর্মীরা গিয়ে ট্রাকের পেছনে ও পুরো মাইক্রোবাসে আগুন জ্বলতে দেখেন। প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন তারা। এর মধ্যে মাইক্রোবাসটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে এক শিশু মারা যায়। অগ্নিদগ্ধ আরও তিনজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ : সকালে মানিকগঞ্জ সদর উপজেলর হিজুলী গ্রামের আঞ্চলিক সড়কে নির্মাণ শ্রমিকবাহী পিকআপ উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের নিচে চাপা পড়ে সদর উপজেলার গাবতলী এলাকার আলম মিয়া (৪০) এবং একই এলাকার সিদ্দিক (৪১) নামের দুই শ্রমিক নিহত হয়।
অপর দিকে দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে কাভার্ড ভ্যানের চাপায় আজিজুর রহমান (৪৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হন। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ফাইজপুর গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ : সকাল ৬টার দিকে জেলার সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের মুসলিমপুরে খড়িবোঝাই ট্রলি উল্টে চালক আবদুর রহিম নিহত হন। অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে ধোবপুকুর বাজারে ইটবোঝাই ট্রলি মহাসড়কে ওঠার সময় সোনামসজিদগামী ট্রাক ধাক্কা দিলে ট্রলিতে থাকা রেজাউল ইসলাম নিহত হন।
চট্টগ্রাম : সকালে নগরের বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় টেম্পু উল্টে সিরাজুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হন। সিরাজুল ইসলামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার বগিরচরে। তিনি আতুরার ডিপো এলাকার আমিন কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। এ সময় আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।
কালিয়াকৈর (গাজীপুর) : সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গাড়ির ধাক্কায় কামাল হোসেন (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি কুড়িগ্রাম জেলার বরাঙ্গাবারি থানার আন্ধারঝাড় গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও স্থানীয় চন্দরা মুজিবরের বাসার ভাড়াটিয়া।
ব্রাহ্মণবাড়িয়া : মঙ্গলবার সন্ধ্যায় নবীনগর উপজেলা বিদ্যাকুট গ্রামে ট্রাক্টর পুকুরে পড়ে চালক লিয়াকত (৪২) নিহত হয়েছেন। তিনি উপজেলার নাটঘর ইউনিয়ন খড়িয়ালা গ্রামের মৃত সবু মিয়ার ছেলে।
কুড়িগ্রাম : মঙ্গলবার রাতে উলিপুরের মিনা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আবু বক্করের বাড়ি পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম গ্রামে।
ফেনী : মঙ্গলবার রাতে ছাগলনাইয়ার রাধানগরের মুহুরিগঞ্জ সড়কের কালভার্ট এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। নিহত জমির উদ্দিন (২৫) উপজেলার পশ্চিম ছাগলনাইয়া মিয়াজি পাড়ার তাজুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ : কালীগঞ্জ উপজেলার ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ইকবাল হোসেন (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
Leave a Reply