1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ

ভারতে নতুন বছরে দ্রুতগতির ইলেকট্রিক মোটরসাইকেল বিক্রি শুরু হচ্ছে

বাইক এন্ড সাইকেল রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

মূল্য ১লাখ ২৯হাজার রুপি, ঘন্টায় ৯৫ কি.মি চলার সক্ষমতা

আজ থেকে শুরু হওয়া ইংরেজী নতুন বছরের শুরুতেই দ্রুতগতির নতুন ইলেকট্রিক মোটরসাইকেল ভারতের বাজারে আসছে। ওয়ান ইলেকট্রিক মোটরসাইকেল সংস্থা কেআরআইডিএন বাইকের তিন বছরের ওয়ারেন্টিসহ ১ লাখ ২৯ হাজার ভারতীয় রুপিতে বা্ইকটি বাজারে ছাড়বে। নতুন বছরের শুরুতে হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে ডেলিভারি শুরু হবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি হচ্ছে ভারতের সবচেয়ে দ্রুতগতির ইলেকট্রিক মোটরসাইকেল।

ইলেকট্রিক মোটরসাইকেলের সামনের চাকায় ২৪০ মি.মি. ডিস্ক ও পেছনের চাকায় ২২০ মি.মি. ডিস্ক থাকবে। এতে ৩ কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি সংযোজন করা হয়েছে। সঙ্গে থাকছে কম্বাইন্ড ব্র্যাকিং সিস্টেম। প্রতিটি ইলেকট্রিক মোটরসাইকেলে অপশনাল ব্লুট্রুথ কানেক্টিভিটি থাকছে। আপাতত দুটি মডেলে ইলেকট্রিক মোটরসাইকেলটি বাজারে পাওয়া যাবে।

নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইলেকট্রিক মোটর সাইকেল পরবর্তীতে ‘বাইক ট্যাক্সি সার্ভিস’ এ ব্যবহৃত হতে পারে। ভারতের রাস্তায় এই ইলেকট্রিক মোটরসাইকেরের পারফরম্যান্স কেমন হবে- সেটা দেখার অপেক্ষায় রয়েছে বাইকপ্রেমিরা।
দ্রুতগতির এই ইলেকট্রিক মোটরসাইকেলে প্রতিঘন্টায় ৯৫ কিলোমিটার পথ অতিক্রম করা যাবে। এটি গত অক্টোবরেই বাজারে আনার পরিকল্পনা ছিল নির্মাতা প্রতিষ্ঠাননের। এই লক্ষে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই অন-রোড ট্রায়াল সম্পন্ন করেছে। কিন্তু করোনা সংক্রমনের কারণে এটি বাজারজাত প্রক্রিয়া পিছিয়ে যায়।
নির্মাতা প্রতিষ্ঠান ওয়ান ইলেকট্রিক মোটরসাইকেলের সিইও গৌরব উৎপল বলেন, এটি হবে ভারতের সবচেয়ে শক্তিশালী মোটরসাইকেলগুলোর একটি। তিনি বলেন, গ্রাউন্ড আপ থেকে সবকিছু ডিজাইন, প্রোটোটাইপিং, পরীক্ষা ও উৎপাদন করে এখন রাস্তায় নামার অপেক্ষায়। প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত পরিবর্তন করার সক্ষমতাও আমাদের রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT