নববর্ষের প্রথমদিনে শুক্রবার সকালে লন্ডন থেকে আগত কাতার এয়ারলাইন্সের (কিউআর৬৪০) ফ্লাইটে চারজন ও এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) ফ্লাইটে ১১ যাত্রী বিমানবন্দরে আসেন। পূর্ব ঘোষণা অনুযায়ী তাদেরকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বেলা সাড়ে ১১টায় বিমানবন্দরে কর্তব্যরত স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ডা. নাজিবুল হক বলেন, ‘দুটি ফ্লাইটের যাত্রীদের আপাতত আশকোনা হাজক্যাম্পের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হচ্ছে।
সেখানে যাওয়ার পর যাত্রীদের কেউ যদি সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে না থেকে নিজ খরচে সরকার নির্ধারিত সাতট হোটেলে থাকতে চান, সে ব্যবস্থা করা হবে।’