গেল বছরের ডিসেম্বর মাসে মোংলা বন্দরে ১১৭টি বাণিজ্যিক জাহাজ ভিড়েছে। এর মধ্য দিয়ে ৭০ বছরের রেকর্ড ভেঙেছে এই বন্দর।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্দরে মোট এক হাজার দুটি জাহাজ এসেছে। এর মধ্যে নভেম্বর মাসেই এসেছে ১০৬টি জাহাজ। আশির দশকের পর থেকে বন্দরে জাহাজ আসার সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। একপর্যায়ে সপ্তাহ বা ১৫ দিনে মাত্র দু-একটি জাহাজ আসত। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে বন্দরে জাহাজ আসার সংখ্যা বাড়তে থাকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি, নৌপরিবহন মন্ত্রণালয়ের দিকনির্দেশনা, বন্দর ব্যবহারকারীদের সহযোগিতা ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমের ফলে এই অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বিএন।
Leave a Reply