প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার রাত আনুমানিক স ১০টায় দ্রুতগামী একটি মোটরসাইকেল সীতাকুণ্ডের ভাটিয়ারী বিএমএ স্কুল এলাকায় একটি লরিকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরির সামনে এসে গেলে ধাক্কা লেগে মোটরসাইকেলটি মহাসড়কের ওপর পড়ে যায়।
এ সময় লরিটি মোটরসাইকেলসহ আরোহী দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে। বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিছু কাগজপত্র দেখে মনে হচ্ছে তারা বরিশাল থেকে এসেছেন। মোটরবাইকে চট্টগ্রাম অভিমুখে যাওয়ার পথে অসতর্কতায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তিনি।
Leave a Reply