বেঁচে আছি জানো কানামাছি!
মাসুদা তোফা
যাকে এবার বিদায় দিলাম বিষণ্ণ মনে
যাকে বরন করেছি শঙ্কায় উৎসবহীন।
ঘরের খিড়কি এঁটে জানালার কাচ দিয়ে
অন্ধকার ভেদ করে আতসবাজি দেখা আর
টিভিতে মৃত্যুর সংখ্যা, ইন্নালিল্লাহ পড়া, শোক।
জানি না কতো অজানা দুঃখ সুখে যাবে দিন।
তাই সুখ অসুখের কানামাছি খেলা করি,
কতো এলো কতো গেলো , ধরার কি আসে যায়!
এক ভাইরাসে গেল পিঁপড়ের মতো প্রাণ,
লাখো লাখো মানবের জীবন নিঃশেষ হায়।
কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারেই ছোঁ যা যা
নিয়ে যা , যা আছে এক জীবন ছাড়া কি পাবি!
নতুন বছরে তুই ফিরে যা ছেড়ে যা বিশ্ব
করিস না আর ছিন্ন আপনার হৃৎপিন্ড।
বুকের মাঝেতে কি যে নিয়ে আছি কানামাছি
বাঁচি বা না বাঁচি তবু নেচে গেয়ে হেসে যাই,
নাই নাই কিছু নাই পৃথিবীটা শূন্য তাই।
ভালবাসি ভালবাসি শুধু শুধু ভালবাসি
থাকবো না বলে আরো ভালবাসি কানামাছি।
পৃথিবীকে এতো ভালবাসি সব মিছেমিছি!!
বেঁচে আছি আজো বেঁচে আছি জানো কানামাছি!!
মাসুদা তোফা
সহযোগী অধ্যাপক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ।
Leave a Reply