চীনে বিক্রি শুরু হয়েছে আলোচিত কার টেসলা। চীনে তৈরি হওয়া ওয়াই এসইউভি মডেলের গাড়িটি চলতি মাসেই গ্রাহকের কাছে পৌছাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বের শীর্ষ গাড়ির বাজার চীনে নিজেদের গাড়ির বিক্রি বাড়ানোর অংশ হিসেবে দেশটিতে তৈরি মডেল ওয়াই গাড়ি বিক্রি শুরু করেছে টেসলা। গাড়িটি প্রথাগত পেট্রোল বা ডিজেলের পরিবর্তে বিদ্যুৎ চালিত গাড়িটি চীনের সাংহাইতে তৈরি করেছে মার্কিন এ প্রতিষ্ঠানটি। গাড়ির দূষণ কমানোর লক্ষ্যে ইলেক্ট্রিক যান তৈরিতে নীতিগত সহায়তা দিচ্ছে চীন। সুযোগটি লুফে নিয়েছেন টেসলা প্রতিষ্ঠাতা এলন মাস্ক। জানা গেছে, চীনের সাংহাইতে গাড়ি নির্মাণ কারখানা আরও বড় করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির চার্জার উৎপাদন ক্ষমতাও যোগ করছে টেসলা। এই কারখানায় মডেল ৩ গাড়ি বানাচ্ছে টসলা। আগামী অক্টোবরে ইউরোপে মডেল ৩ গাড়ির রপ্তানি শুরু করবে প্রতিষ্ঠানটি। দেশজুড়ে বিক্রি ও সেবার নেটওয়ার্কের পরিধিও বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।
টেসলার চীনা ওয়েবসাইটের তথ্যমতে, চীনে মডেল ওয়াই গাড়ির দাম শুরু হচ্ছে তিন লাখ ৩৯ হাজার ৯০০ ইউয়ান থেকে।
Leave a Reply