ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়ের টোল নির্ধারণে আরো একটি কমিটি গঠন করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খানের নেতৃত্বাধীন কমিটিতে পরিবহন মালিক, শ্রমিক নেতাদেরও রাখা হয়েছে। টোল নির্ধারণে রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অংশীজন সভার সিদ্ধান্তের এ কমিটি গঠন করা হয়। চার লেনে উন্নীত মহাসড়ক এবং ছয় লেনে উন্নীত এক্সপ্রেসওয়েতে চলাচল করা যানবাহন থেকে টোল আদায় করতে চায় সরকার। বৈঠক সূত্র জানিয়েছে, দক্ষিণবঙ্গকে নির্মাণাধীন পদ্মা সেতু হয়ে সড়কপথে রাজধানীর সঙ্গে যোগ করা ৫৫ কিলোমিটার দীর্ঘ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কিলোমিটারে ট্রেইলারে (তিন এক্সেলের বেশি) ৩৩ টাকা ১০ পয়সা, বড় ট্রাকে ২৬ টাকা ৫০ পয়সা, মাঝারি ট্রাকে ১৬ টাকা ৫০ পয়সা, বড় বাসে (৩১ আসনের বেশি) ১৪ টাকা ৪০ পয়সা, মিনি বাসে ৭ টাকা ৪০ পয়সা, মাইক্রোবাসে ৬ টাকা ৬০ পয়সা, প্রাইভেট কারে ৫ টাকা ৮০ পয়সা টোল প্রস্তাব করে সওজ। এতে আপত্তি জানান পরিবহন মালিক শ্রমিক নেতারা। বৈঠকে অংশ নেওয়া ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি রুস্তম আলী খান পরিবহন জগতকে বলেছেন, সওজ’র প্রস্তাব করা টোল হার সম্পর্কে কিছুই জানতেন না। তাই পরিবহন নেতারা প্রস্তাব করেন, বিষয়টি আরো পর্যালোচনা করা প্রয়োজন। এ কারণেই সরকারি কর্মকর্তা ও পরিবহন নেতাদের সমন্বয়ে কমিটি করা হয়েছে। কমিটি মতামত দেবে টোল কেমন হওয়া উচিত। রুস্তম আলী খানও এই কমিটির সদস্য। তিনি জানিয়েছেন, শিগগিরই কাজ শুরু করবে কমিটি।
Leave a Reply