বিশ্বখ্যাত হুন্দাই মোটর কোম্পানির কারখানা বাংলাদেশে স্থাপন করবে ফেয়ার টেকনোলজি। মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়েছে। এ কারখানা স্থাপনে ফেয়ার টেকনোলজির সঙ্গে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের জমি বরাদ্দের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে এ চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব। ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জিয়াউল আলম এবং ফেয়ার টেকনোলজির পরিচালক মুতাসিম দাইয়ান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply