দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত টায়ার কোম্পানি হ্যানকুক তার মালিকানা সংস্থার নাম বদল করেছে। সদ্য সমাপ্ত বছরের ২৯ ডিসেম্বর অনুমোদিত নাম পরিবর্তনের পরে, হ্যানকুক টেকনোলজি গ্রুপ – হ্যানকুক টায়ার এবং টেকনোলজির হোল্ডিং সংস্থা – এখন থেকে হ্যানকুক অ্যান্ড কোম্পানি নামে পরিচিত হবে।
নতুন এই পরিবর্তনকে সমর্থন জানিয়ে হ্যানকুক বলেছে, মালিকানা সংস্থার নাম পরিবর্তনের উদ্দেশ্য হচ্ছে, এটির অনুমোদিত সংস্থাগুলির ব্র্যান্ড সচেতনতা অর্জন এবং সমন্বয় তৈরি করা। এর মধ্য দিয়ে হ্যানকুক গ্রুপের সবগুলো সংস্থা ‘হ্যানকুক অ্যান্ড কোম্পানি’ বলে গণ্য হবে।
Leave a Reply