বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সাবেক সভাপতি ক্যাপ্টেন নাসিমুল হক আর নেই। তিনি গতকাল বুধবার রাজধানীর গুলশানে নিজ বাসায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অনেকদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।
নামাজে জানাজা শেষে বুধবারই ক্যাপ্টেন নাসিমুলকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব রেখে গেছেন।
ক্যাপ্টেন নাসিমুল হক ১৯৭৮ সালের ১০ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বৈমানিক হিসাবে যোগ দেন। ২০০৫ সাল পর্যন্ত বিমানের ক্যাপ্টেন হিসাবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) জনপ্রিয় সভাপতি ছিলেন। বাপার বর্তমান নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ক্যাপ্টেন নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
Leave a Reply