প্রায় সাত বছর আগে ঢাকা-চট্টগ্রাম অভ্যন্তরীণ আকাশ পথে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। গতকাল শনিবার প্রতিষ্ঠানটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও যাত্রী সেবার মান আরও বাড়ানোর জন্য প্রতিনিয়ত নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। নভোএয়ারের বহরে নিজস্ব সাতটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ রয়েছে। ইতোমধ্যে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপদ ভ্রমণে যাত্রীদের আস্থা অর্জন করেছে এ সংস্থা।
Leave a Reply