বেইজিং : সদ্য সমাপ্ত ২০২০ সালে ৪৩ দশমিক ৫ মিলিয়ন টিইইউ কন্টেইনার হ্যান্ডলিং করে চীনের সাংহাই বন্দর তার আগের বছর ২০১৯ সালের অর্জন ধরে রেখেছে। সাংহাই বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং প্রবৃদ্ধি সামান্য বেশি হলেও করোনাকালে এটাকেই বড় অর্জন মনে করা হচ্ছে। ২০১৯ সালে এই বন্দর ৪৩ দশমিক ৩ মিলিয়ন টিইইউতে কন্টেইনার হ্যান্ডলিং করেছিল। খবর : শিপিং টাইমস।
খবরে বলা হয়, ক্রমাগত কোভিড-১৯ এর সংক্রমণ এবং অস্থিতিশীল আন্তর্জাতিক বাণিজ্য সত্ত্বেও, সাংহাই বন্দর গত বছরে একটি শক্তিশালী পারফরম্যান্স বজায় রেখেছে। জুলাই এবং অক্টোবর ২০২০ সালে, বন্দরটি একটি একক মাসের হিসাবে সর্বোচ্চ পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং করে। যার পরিমাণ ছিল যথাক্রমে, ৩ দশমিক ৯মিলিয়ন টিইইউ এবং ৪ দশমিক ২ মিলিয়ন টিইইউ। ইয়াংশান বন্দর অঞ্চলটি ঐতিহাসিক রেকর্ডটি স্পর্শ করেছে।
গত বছর সাংহাই বন্দরে আন্তর্জাতিক পণ্যসম্ভার পরিবহনের কন্টেইনারের পরিমাণ গত ৫ দশমিক ৩ মিলিয়ন টিইইউরও বেশি ছিল, যা বছরে ১৪% প্রবৃদ্ধি পেয়েছে। অভ্যন্তরীণ কন্টেইনার ব্যবসায়ের পরিমাণ ৬ মিলিয়ন টিইইউ-র চেয়ে বেশি ছিল, যা এক বছরে ১৫% প্রবৃদ্ধি অর্জন করে নতুন রেকর্ড করেছে।

সাংহাই আন্তর্জাতিক বন্দর গ্রুপের (এসআইপিজি) চেয়ারম্যান গু জিনশান বলেছেন, সাংহাই বন্দরটি বর্তমানে আন্তর্জাতিক শিপিং হাব হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। বন্দর আগামী দিনে তার সামগ্রিক প্রতিযোগিতা ও প্রভাব উন্নয়নের জন্য বন্দর ইকো-সিস্টেম আরও বিকাশিত করবে।
Leave a Reply