ট্রেনে কাটা পড়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই সরকারি কর্মচারী এবং কুমিল্লায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ছাড়া বগুড়ায় ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়েমুচড়ে গেছে। গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে।
সংবাদদাতাদের পাঠানো খবর-
গতকাল সকালে পীরগঞ্জ রেল স্টেশনের ইনার সিগন্যালের কাছে অরক্ষিত লেভেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ঠাকুরগাঁও জেলা জজকোর্টের জারিকারক রুহুল আমিন (৪০) ও অবসরপ্রাপ্ত (পিআরএল) জারিকারক আবদুস সোবাহান (৬০)। তাদের বাড়ি সদর উপজেলার সালন্দর দেওগাঁ গ্রামে ও আকচা কাজীপাড়া গ্রামে।
পীরগঞ্জ স্টেশন মাস্টার মুক্তার হোসেন জানান, স্টেশনের উত্তর দিকের ইনার সিগন্যালের কাছে লেভেলক্রসিং পার হওয়ার সময় মোটরসাইকেলের দুই আরোহী ট্রেনের ধাক্কা খেয়ে লাইনের ওপরে পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান। মোটরসাইকেলটি ট্রেনের ইঞ্জিনে আটকে যাওয়ায় এ পথে প্রায় দুই ঘণ্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বগুড়া শহরের নারুলী লেভেলক্রসিংয়ে গতকাল সকালে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে বালুবাহী একটি ট্রাক। তবে ট্রাক থেকে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে গেছেন এর চালক। এলাকাবাসী জানান, ট্রেনটি বেশ কয়েকবার হর্ন দিলেও ট্রাকের চালক ট্রাক নিয়ে রেললাইনের ওপরে উঠে যান। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ব্যস্ততম এলাকায় লেভেলক্রসিংয়ে গেটম্যানের মাধ্যমে যানবাহন পারাপার করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।
কুমিল্লার নাঙ্গলকোটে গতকাল সন্ধ্যায় চার বছরের ছেলে মোহাম্মদ জিসানকে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন বাবা মাহাবুবুল হক ওরফে মাহাবুব (৪৫)। খেলার ছলে জিসান হঠাৎ লাইনের ওপর উঠে পড়ে এবং ওই সময়ই চলে আসে ট্রেন। বাবা দৌড়ে ছেলেকে বাঁচাতে গিয়ে নিজেও কাটা পড়েন। তাদের বাড়ি উপজেলার মক্রবপুর ইউনিয়নের বাননগর গ্রামে।
Leave a Reply