বাংলাদেশ বিমান বাহিনীর ১ম এ্যারোমেডিকেল ইভাকুয়েশন কোর্সের সনদপত্র বিতরণ ও ক্যাজুয়ালটি ইভাকুয়েশন মহড়া গতকাল বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়।
আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত অনুষ্ঠানে ক্যাজুয়ালটি ইভাকুয়েশন মহড়া পর্যবেক্ষণ করেন এবং কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও বিমানসেনাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
তিনি এসময় বলেন, আজ থেকে বিমান বাহিনীতে এ্যারোমেডিকেল ইভাকুয়েশন টিমের মত একটি প্রশিক্ষিত দলের অন্তর্ভুক্ত হল যা বাংলাদেশ বিমান বাহিনীর চিকিৎসা সেবায় মুমূর্ষু রোগী স্থানান্তরের ক্ষেত্রে দেশে-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ¦ল করবে। বিমান বাহিনীর ২ জন কর্মকর্তা এবং ১৩ জন বিমানসেনা এ কোর্সের সনদপত্র অর্জন করেন।
Leave a Reply