রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোডে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চার জন আহত হয়েছেন।মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা সোয়া ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, গাবতলী থেকে ডেমরা যাওয়ার যাত্রীবাহী অসিম পরিবহন এবং নিকুঞ্জ থেকে একটি প্রাইভেটকার কাকরাইল যাওয়ার পথে নিকুঞ্জ (কুড়িল বিশ্বরোড) ফ্লাইওভারের নিচে প্রাইভেটকারটিকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাইভেটকার এবং বাসের যাত্রীসহ চার জন আহত হয়।
সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত দুর্ঘটনা স্থলে পৌঁছে প্রাইভেট কারের চালক আবু হানিফকে (২০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে মিরপুর ১৪ নম্বর মার্কস মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত অন্যদেরও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply