ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের সঙ্গে অবৈধযান নসিমনের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শামিমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ঝিনাইদহ থেকে একটি ট্রাক কুষ্টিয়া যাচ্ছিল। একই সময় যাত্রী নিয়ে একটি নসিমন বিত্তিপাড়া থেকে ঝিনাইদহ যাওয়ার পথে মদনডাঙ্গা পৌঁছালে ট্রাক-নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের পাচ যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিন যাত্রী মারা যান।
আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।
শামিমুল ইসলাম আরো জানান, একটি ঢালাই দেওয়ার মেশিন শ্রমিক নিয়ে মদনডাঙ্গায় পার্শ্বরাস্তা থেকে মূল সড়কে উঠছিল। তাকে সাইড দিতে গিয়েই ট্রাক-নসিমনের সংঘর্ষ হয়। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের সবার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী ও পার্শ্ববর্তী গ্রামে।
ঝিনাইদহের পুলিশ সুপার মনতাসিরুল ইসলাম জানান, নিহতরা সকলেই নসিমনের যাত্রী ছিলেন।
Leave a Reply