ডাচ পরিবেশ সংগঠন দি ওশেন ক্লিনআপ এবং এ.পি. মোলার-মেরস্ক মহাসাগর পরিষ্কার করার জন্য নিজেদের মধ্যে চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়িয়েছে। এ দুটি সংস্থার লক্ষ্য, বিশ্বের সমুদ্রগুলোকে প্লাস্টিকমুক্ত করার জন্য উন্নত প্রযুক্তির বিকাশ করা। এই লক্ষ্য অর্জনের জন্য, তারা সমুদ্রে নদীগুলির প্রবাহ বন্ধ করা এবং সমুদ্রে ইতিমধ্যে জমে থাকা ক্ষতিকর জিনিসগুলি পরিষ্কার করছে। সংগঠন দুটির চূড়ান্ত লক্ষ্য ২০৪০ সালের মধ্যে সমুদ্রে ভাসমান প্লাস্টিকের ৯০% কমিয়ে ফেলা।
মেরস্কের ভাইস প্রেসিডেন্ট মেট রিফশ্যাজ বলেছেন, ”দায়িত্বশীল মেরিটাইম অপারেটর হিসাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মহাসাগরে সুস্থ ও সুন্দর একটি পরিবেশ তৈরী করতে চাই ভবিষ্যত প্রজন্মের জন্য। আমাদের মধ্যে চুক্তির মেয়াদ বৃদ্ধি পাওয়াটা দারুণ সুখবর।” মেরস্ক এখন সমুদ্রে জাহাজগুলোতে সাপ্লাই সার্ভিস এবং সমুদ্র তীরে প্রকল্প পরিচালনার পাশাপাশি ওশেন ক্লিনআপকে কারিগরি সহায়তাও দিবে। এক্ষেত্রে মেরস্কের কাছ থেকে ওয়্যারহাউস ব্যবহার, যে কোনো স্থানে কন্টেইনার পরিবহন, কাস্টমস ক্লিয়ারেন্স এবং স্টোরেজ সুবিধা পাবে ওশেন ক্লিনআপ। মেট রিফশ্যাজ আরও বলেন, ”দি ওশেন ক্লিন আপের রটারড্যাম অফিসে আমাদের ট্রান্সপোর্ট এবং সাপ্লাই চেইনের একটি পূর্ণাঙ্গা সেট-আপ সর্বক্ষণই থাকবে। এই প্রোগ্রাম বিশ্বব্যাপী মেরস্কের সাপ্লাই এন্ড চেইন ব্যবস্থাপনা কাজে লাগিয়ে দি ওশেন ক্লিনআপকে সাহায্য করবে। পাশাপাশি তাদের নিজস্ব সাপ্লাই এন্ড চেইন গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সহায়তা দিবে।”
দি ওশেন ক্লিনআপের সায়েন্স এন্ড অপারেশন্স ডিরেক্টর লনেক হুলিরহক বলেন, ”গত তিন বছরে মেরস্কের সমর্থন আমাদের মিশনকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রেখেছে। যৌথ উদ্যোগে কাজ করার এই চুক্তির নবায়নে আমরা অনেক কৃতজ্ঞ। বিশ্বব্যাপী তাদের লজিস্টিক সাপোর্ট আমাদেরকে আরও শক্তিশালী করবে। আমাদের মিশনে এই অবদান কেবলমাত্র মহাসাগর থেকে আরও প্লাস্টিক পরিষ্কার করতে সহায়তা করবে না, বরং এটি কার্যকরভাবে ইন্টারসেপ্টর নদীগুলোতে পরিষ্কার ব্যবস্থাপনা বাস্তবায়ন করতে এবং গ্রেট প্যাসিফিকের গার্বেজ প্যাচ থেকে পরিবেশ উপযোগী প্লাস্টিক পণ্য তৈরিতে সহায়তা করবে।”
অংশীদারিত্ব চুক্তির অংশ হিসাবে, মেরস্ক মহাসাগরে ভাসমান প্লাস্টিক সনাক্তের জন্য নিজস্ব জাহাজে বৈজ্ঞানিক সেন্সর প্রযুক্তি স্থাপন করে দি ওশেন ক্লিনআপকে সহায়তা করবে। পাশাপাশি দি ওশেনকে সমস্যাটির গভীরে পৌঁছতেও সহযোগিতা করবে। লক্ষ্য হল মহাসাগর পরিষ্কারের প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করা। মহাসাগরে ক্ষতিকারক প্লাস্টিকের ঘনত্বকে একটি মানচিত্রে ফুটিয়ে তুলে ওশেন ক্লিনআপকে সহায়তা করা।
গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করার মিশন শেষ হয়েছে। এখন ওশেন ক্লিনআপ কাজ করছে সিস্টেম ০০২ বিকাশের জন্য। সিস্টেম ০০২ একটি ফুল-স্কেল ক্লিনআপ সিস্টেম যা দীর্ঘ সময়ের জন্য সংগৃহীত প্লাস্টিক ধারণ করে রাখতে পারবে কোনোরকম ক্ষতি ছাড়াই। বর্তমানে, ওশেন ক্লিনআপ টিম সিস্টেমটির পূর্ববর্তী সংস্করণ সামলাতে কাজ করছে। নতুন সিস্টেমের ধারণ ক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করছে যাতে ব্যয় কমিয়ে আনা যায়। পাশাপাশি সমুদ্রে আরও বেশি সময় অবস্থান করা যায়। মেরস্ক এবং দি ওশেন ক্লিনআপ সম্প্রতি সিস্টেমটি পরীক্ষা করার জন্য এক যৌথ অভিযানে উত্তর সাগরে গিয়েছিল।
Leave a Reply