মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় একটি মাইক্রোবাস পদ্মায় ডুবে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ৫ নম্বর পন্টুন দিয়ে ফেরিতে উঠতে গিয়ে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করে ৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন ( বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের এজিএম (মেরিন) আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিচা কাম নদী ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজবাড়ীগামী একটি মাইক্রো সকাল ৯ টার দিকে পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে ৫ নম্বর পন্টুনে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনাটি শুনে আমাদের দু’টি ইউনিট কাজ করে জীবিত অবস্থায় ৫ যাত্রীকে উদ্ধার করে এবং মাইক্রোবাসটিকে নদী থেকে রেকার দিয়ে উদ্ধার করা হয়েছে।
Leave a Reply