সহজ শর্তে শতভাগ চালকের বৈধ লাইসেন্স নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন। সম্প্রতি অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় এ দাবি জানানো হয়। রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মুকবুল আহমেদ। সভায় বক্তারা বলেন, বিআরটিএ কর্তৃক সৃষ্ট নানা জটিলতার কারণে ড্রাইভিং লাইসেন্স পেতে চালকদের হয়রানির শিকার হতে হয়। ফলে এ সত্য যে, অনেকেই বৈধ লাইসেন্স না নিয়ে গাড়ি চালাতে বাধ্য হন। এ অবস্থায় সরকার চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় দিয়ে এবং সহজ শর্তে শতভাগ বৈধ লাইসেন্স নিশ্চিত করলে এ সমস্যার সমাধান হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরো বলেন, বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ যানবাহন চলাচল করে সে তুলনায় লাইসেন্সধারী চালকের সংখ্যা দুই-তৃতীয়াংশ। সভায় বক্তব্য রাখেন মহাসচিব চৌধুরী জাফর আহমেদ, অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব,আলহাজ মো. মাছুম পাটওয়ারী প্রমুখ। ২ জানুয়ারি আলহাজ মুকবুল হোসেনকে সভাপতি ও চৌধুরী জাফর আহমেদকে মহাসচিব করে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের ১৪১ বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী (২০২১-২০২৩ ) কমিটি গঠিত হয়।
Leave a Reply