রাজধানীর সদরঘাট থেকে দেশের বিভিন্ন রুটে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন নৌযান শ্রমিকরা। বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এ তথ্য জানান।
বৈঠক শেষে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম চৌধুরী বলেন, আমরা বিক্ষুব্ধ শ্রমিকদের আহ্বান করছি, তারা যেন এখনই কাজে যোগদান করেন। যাত্রী-সাধারণ যেন আর ভোগান্তির শিকার না হয়।
এর আগে লঞ্চ দুর্ঘটনার এক মামলায় আদালত দুই মাস্টারের জামিন বাতিল করে কারাগারে পাঠানোয় ঢাকা সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিল লঞ্চশ্রমিকরা। এ ঘটনা দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রীকে চরম ভোগান্তিতে ফেলে।
বিআইডব্লিউটিএর যুগ্মপরিচালক জয়নাল আবেদীন এ বিষয়ে সাংবাদিকদের জানান, একটি মামলায় জামিনে থাকা দুই মাস্টার গতকাল মেরিন কোর্টে গিয়েছিলেন। সেখানে তাদের জামিন না হওয়ায় শ্রমিকরা দুপুরে পন্টুন থেকে লঞ্চ সরিয়ে নেন। তবে চাঁদপুর রুটের লঞ্চ লালকুঠি ঘাট দিয়ে চলাচল করছে। সদরঘাটের মূল পন্টুনের লঞ্চগুলো তারা সরিয়ে নিয়েছেন। মূল পন্টুনের লঞ্চগুলো সাধারণত বিকালে যাত্রা করে।
গতকাল বেলা ২টা থেকে কর্মবিরতি চলছে বলে ঘোষণা দেন নৌযান শ্রমিক ফেডারেশন বরিশালের সভাপতি আবুল হাসেম মাস্টার।
Leave a Reply