হোন্ডা বাংলাদেশ নতুন মডেলের আরও একটি মোটরসাইকেল বাজারজাত শুরু করেছে। নিউ লিভো নামের ১১০ সিসি মডেলের বাইকটি লিভো সিরিজের নতুন সংযোজন। বাংলাদেশের গ্রাহকের চাহিদার প্রতি খেয়াল রেখে হোন্ডার আরএনডি বিভাগের পরামর্শ অনুযায়ী মুন্সীগঞ্জের কারখানায় এ মডেলের দুই সংস্করণ উৎপাদন করা হচ্ছে। লিভো ড্রামের দাম ধরা হয়েছে এক লাখ তিন হাজার ৯০০ টাকা এবং লিভো ডিস্ক পাওয়া যাবে এক লাখ আট হাজার ৯০০ টাকায়।
রাজধানীর সোনারগাঁও হোটেলে রোববার এ মডেলের বাজারজাত কার্যক্রম উদ্বোধন করে হোন্ডা বাংলাদেশ। অনুষ্ঠানে জানানো হয়, ২০১৭ সালের জুনে বাংলাদেশের বাজারে আসার পর মাত্র ৩৭ মাসের মধ্যে লিভো মডেলের ৫০ হাজার ইউনিট বিক্রি হয়েছে। এ ধারাবাহিকতায় নতুন রূপে, নতুন দামে এ সিরিজের দুই সংস্করণের বাইক আনা হয়েছে। লাল, নীল ও গ্রে রঙে চলতি মাসে পরিবেশক ও ডিলার শোরুমে পাওয়া যাবে বাইকগুলো। স্পোর্টি লুক ও ডিজিটাল এনালগ মিটারের পাশাপাশি নতুন লিভোতে রয়েছে এনার্জিটিক ফ্রন্ট লুক ও কার্ভড ফুয়েল ট্যাংক। হোন্ডা ইকো টেকনোলজি বা এইচইটি সংবলিত ১১০ সিসি সক্ষমতার ইঞ্জিন ব্যবহারে প্রতি লিটার জ্বালানি তেলে ৭৪ কিলোমিটার পর্যন্ত মাইলেজ যাওয়া যাবে।
অনুষ্ঠানে বাংলাদেশে লিভো হোন্ডার গ্রাহকদের ধন্যবাদ দিয়ে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিমিহিকো কাতসুকি বলেন, লিভোর ৫০ হাজার ইউনিট বিক্রি প্রতিষ্ঠানটির জন্য অনন্য অর্জন। হোন্ডা বাংলাদেশের বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নরেশ কুমার রতন বলনে, ১১০ সিসি মডেলের বাইকের মধ্যে লিভো সেরা হয়ে ওঠার পেছনে রয়েছে আধুনিক ডিজাইন, ইঞ্জিনের সক্ষমতা এবং অত্যাধুনিক হোন্ডা ইকো টেকনোলজি প্রযুক্তি। নতুন লিভো মডেলের বৈশিষ্ট্য ও সুবিধা তুলে ধরেন মার্কেটিং বিভাগের প্রধান গিয়াস উদ্দিন সজীব।
Leave a Reply