বঙ্গোপসাগরে দুই ট্রলারসহ ২৮ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমা থেকে ২৮ জন ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে এফবি শঙ্খদীপ এবং এফবি স্বর্ণতারা নামে ভারতীয় দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
আজ শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে ট্রলারসহ ভারতীয় জেলেদের বাগেরহাটের মোংলা থানায় সোপর্দ করা হয়।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে মোংলা সমুদ্র বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ভারতীয় ওই জেলেদের আটক করে কোস্টগার্ড। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের সদস্যরা বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় নিয়মিত টহল দেওয়ার সময় দুটি ট্রলারসহ ২৮ জন ভারতীয় জেলেকে আটক করে।
ওই জেলেরা অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ ধরছিল। আটক জেলেদের শুক্রবার রাতে মোংলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply