বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করোনা মহামারিতে ফ্লাইট বন্ধের প্রায় এক বছর পর নেপালের কাঠমান্ডুতে আবারো যাত্রা করতে যাচ্ছে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে আবারো নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান।
বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে বর্তমানে সপ্তাহে দুটি ফ্লাইট যাবে বিমানের। সোম ও বৃহস্পতিবার চলবে এই দুটি ফ্লাইট।
বাংলাদেশ বিমান করোনা পরিস্থিতিতে ২০২০-এর ১৪ মার্চ থেকে কাঠমান্ডু ফ্লাইট স্থগিত করে । বন্ধের আগে ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট চলত বিমানের। বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে পারবেন যাত্রীরা।
নেপাল যেতে যাত্রীদের ওই দেশের সরকারের স্বাস্থ্যবিধি সংক্রান্ত সব ধরনের নির্দেশনা মানতে হবে। যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে আর টি পিসিআর করোনা নেগেটিভ সনদ লাগবে। করোনা নেগেটিভ সনদের ৮ কপি সঙ্গে রাখতে হবে। তবে ৫ বছর ও তার কম বয়সী শিশুদের করোনা নেগেটিভ সনদ লাগবে না।
নেপালে কর্মরত বিভিন্ন দেশের কুটনৈতিক ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের ক্ষেত্রে এসব বিধিনিষেধ শিথিল রাখা হয়েছে।
Leave a Reply