পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, হাওরের জেলা সুনামগঞ্জের আরও উন্নয়ন কর্মযজ্ঞ অপেক্ষমান। সুনামগঞ্জে আসবে রেললাইন। হাওরে হবে উড়াল সড়ক। সুনামগঞ্জ নেত্রকোনা-ময়মনসিংহ-ঢাকার যোগাযোগ সড়ক হবে।
তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়া মানতে পারে না স্বাধীনতাবিরোধী একটি চক্র, এদের থেকে সাবধান থাকতে হবে।
রবিবার দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আব্দুস ছত্তার মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এখনকার শিক্ষার্থীরাই আগামী দিনে সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়বে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্ব দিতে হবে।
বর্তমান সরকারের সময়েই হাওরের জেলা সুনামগঞ্জে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ এগিয়ে যাওয়া মানতে পারছে না স্বাধীনতাবিরোধীরা।
আব্দুস ছত্তার মাস্টার ফাউন্ডেশনের পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী প্রমুখ।
পরে মন্ত্রী সাত কোটি চার লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
Leave a Reply