1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

দেশের বাজারে লাক্সারি পিকআপ ‘পাওয়ার’ নিয়ে এলো এইস অটোস

অটোমোবাইল রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকায় যাত্রা করলো আর্ন্তজাতিক শীর্ষস্থানীয় মোটর গাড়ি ব্র্যান্ড হাভাল এর পিক-আপ ‘পাওয়ার’। প্রিমিয়াম হাভাল এসইউভি এর একমাত্র পরিবেশক এইস অটোস বাংলাদেশে ‘পাওয়ার’ নিয়ে এসেছে।
তেজগাঁওয়ে এইস অটোসের শো-রুমে বাংলাদেশে প্রথম লাক্সারি পিকআপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, বাংলাদেশের গানের জগতে স্বনামধন্য মাইলস ব্যান্ডের ভোকালিষ্ট শাফিন আহম্মেদ এবং বিগ্রেডিয়ার জেনারেল মো. নাসিম আকতার (অবসর প্রাপ্ত) এবং এইস অটোস এর চেয়ারপার্সন প্রফেসর হাজেরা নজরুল।
এইস অটোসের সিইও আজহারুল ইসলাম বলেন, পিকআপ এর জগতে বাংলাদেশ এখন অন্যতম একটি বাজার যেখানে হালকা পিক-আপ খুব জনপ্রিয় হয়েছে এবং হাভাল এর অনেক ভক্ত ও অনুসারী রয়েছে।
নতুন এই “পি” সিরিজ “পাওয়ার” আসছে বাণিজ্যিক এবং লাক্সারি ভার্সনে। উভয় সংস্করণই আর্ন্তজাতিক মানসম্পন্ন ফ্যাশনেবল এবং অসাধারণ অভ্যন্তরীন ডিজাইন রয়েছে। “পাওয়ার” এর অভ্যন্তরীন বিভিন্ন অপশন, জ্বালানি সাশ্রয়ী ক্ষমতা, ও নিরাপদ নিয়ন্ত্রণতা এবং অভ্যন্তরে বসার স্বাচ্ছন্দতা আপনার ড্রাইভিং অভিজ্ঞতাকে একটি নতুন মাত্রায় নিয়ে যাবে এবং অফ-রোড যাত্রাকে আরো দূর্দান্তময় করবে।
সকল নতুন “পি” সিরিজ “পাওয়ার” পিক-আপ অত্যাধুনিক সুবিধা এবং নতুনত্ত্ব প্রযুক্তির সংমিশ্রণে প্রস্তুত।
২.০ লিটার টার্বোচাজর্ড পেট্রল/ডিজেল ইঞ্জিন ১৬১ হর্স পাওয়ার ও ৪০০ এনএম টর্ক এবং এর জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি এটিকে করে তোলে পরিবেশবান্ধব যানবাহন। এটিতে আরো রয়েছে লাক্সারি এসইউভি সব বৈশিষ্ট্য যেমন অ্যাপল কার প্লে, এফ ১ স্টাইল প্যাডেল শিফটার, পুশ স্টার্ট/স্টপ, লেদার সিট, ক্রুজ কন্টোল, ইপিবি, অটো ব্রেক হোল্ড এবং একটি পিকআপের সমস্থ ক্ষমতা।
“পাওয়ার” ডিজাইন করেছেন প্রাক্তন-রেঞ্জরোভারের প্রধান ডিজাইনার ফিল সিমন্স এবং ইঞ্জিনিয়ারিং এর কাজ করেছেন লেক্সাস-টয়োটার প্রাক্তন প্রধান প্রকৌশলী সুগুইয়া ফুকুসাতো।
২০২১ সালে “পি” সিরিজ “পাওয়ার” পিক-আপ এর দাম বাংলাদেশে ৩৬ লক্ষ টাকা থেকে শুরু এবং রেডি স্টক থেকে পাওয়া যাবে।
আর্ন্তজাতিক অটোমোবাইল বাজারে শীর্ষস্থানীয় ব্র্যান্ড হাভাল এসইউভি এবং “পাওয়ার” পিক-আপ এইস্ অটোস বাংলাদেশে বাণিজ্যিক ভাবে আমদানি করে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT