পুনরায় ফ্লাইট চালু করা নিয়ে শঙ্কায় রয়েছে দেশের বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। করোনার শুরুতে ফ্লাইট পরিচালনা বন্ধ করলেও আর উড্ডয়নে ফিরতে পারেনি এয়ারলাইন্সটি। কয়েক দফা ঘোষণা দিয়েও ফ্লাইট শুরু করতে না পারায় ফের ফ্লাইট শুরু নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
সূত্র জানায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে প্রতিষ্ঠানটির দেনা ছাড়িয়েছে পাঁচশ’ কোটি টাকা।
বেবিচক প্রতিষ্ঠানটির কাছে প্রায় ৩শ’ কোটি টাকার মতো পায়। এনবিআর পায় ১৯০ কোটি টাকা। গত বছরের জুন পর্যন্ত তাদের মার্কেটে বকেয়া আছে সাড়ে ৮শ’ কোটি টাকা।
রিজেন্ট কর্তৃপক্ষ বলছে, আগামী মার্চে ফ্লাইট শুরু করবে। যদিও প্রতিষ্ঠানটি গত ১০ মাসে একাধিকবার ঘোষণা দিয়েছিল, তারা ফ্লাইটে ফিরছে। কিন্তু নানা কারণে আর ফ্লাইট শুরু করতে পারেনি এয়ারলাইন্সটি।
বেবিচক বলছে, দেনা শোধ না হলে এয়ারলাইন্সটিকে ফ্লাইট চালানোর অনুমতি দেওয়া হবে না।
Leave a Reply