স্কুলশিক্ষিকা রুনী খাতুন (৩০) ছেলে-মেয়েকে নিয়ে চশমা ঠিক করাতে অটোরিকশায় করে শহরে যাচ্ছিলেন। কিন্তু একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান রুনী ও তাঁর দুই ছেলে-মেয়ে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ছাড়া গত শনিবার ও গতকাল রবিবার ফরিদপুর, বগুড়ার শেরপুর ও ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো পাঁচজন।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, অটোরিকশাটি সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়ক এসবি ফজলুল হক সড়কের কালাচান মোড় এলাকায় এলে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয় এবং ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনায় রুনীসহ তাঁর ছেলে অদি (১২) ও মেয়ে সায়েবা (৬) নিহত হয়েছে। বনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুনী পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী। এ ঘটনায় অটোরিকশাচালক চান মিয়া (২৫) আহত হন। তাঁর বাড়ি পৌর এলাকার একডালা স্লুইস গেট এলাকায়। তিনি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন।
নিজস্ব প্রতিবেদক (ফরিদপুর) জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ভানু বেগম (৫০) এবং তানিয়া (২০) নামে দুই নারী নিহত হয়েছেন। গতকাল রবিবার বিকেলে এ দুর্ঘটনা দুটি ঘটে। ভানু বেগম উপজেলার ব্রাহ্মণকান্দা এলাকায় রাস্তা পার হওয়ার সময় হানিফ পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। দুপুরে উপজেলা সদরের সরকারি আইন উদ্দিন কলেজের সামনের সড়কে মোটরসাইকেল থেকে সড়কের ওপর পড়ে মাথায় আঘাত পেয়ে তানিয়া নামে এক নারী নিহত হয়েছেন।
শেরপুর (বগুড়া) প্রতিনিধি জানান, গতকাল রবিবার দুপুরে বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় রহিমা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের মৃত আছের আলীর স্ত্রী।
পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি জানান, গতকাল রবিবার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়া দোতলা মসজিদের সামনে ফজরের নামায় আদায় শেষে রাস্তায় হাঁটার সময় ট্রাকচাপায় সুমন ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঈশ্বরদী থানার ওসি সেখ নাসির উদ্দীন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকার ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply