শামীম রেজা নিজের মোটরসাইকেলে করে বাবা ইউনুস বেপারীকে (৬৮) নিয়ে রাজধানীর উত্তরখান কাজী বাড়ি এলাকার বাসায় ফিরছিলেন। বিমানবন্দর সড়কের বলাকা ভবন এলাকা পার হওয়ার সময় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খায় সেটি। মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে যান বাবা। দু’জনই আহত হন। গতকাল সোমবার দুপুরের ওই দুর্ঘটনার পর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ইউনুস বেপারী। ছেলে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ইউনুস বেপারী উত্তরখান এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। তার ছেলে ৩৮ বছর বয়সী শামীম রেজা স্থানীয় একটি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক।
স্বজনরা বলছেন, শামীম ও তার বাবা সোমবার সকালে মোটরসাইকেলে চড়ে কাঁঠালবাগান এলাকায় এক আত্মীয়ের বাসায় যান। সেখানে কাজ শেষে বাবা-ছেলে কারওয়ান বাজারে সবজিসহ বিভিন্ন পণ্য কিনে বাসায় ফিরছিলেন। পথে চাকা ফেটে দুর্ঘটনার শিকার হন তারা। প্রথমে দু’জনকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত পৌনে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক জানান, ঢামেক হাসপাতালে আনার আগেই ইউনুস বেপারী মারা যান। তবে ছেলে শামীম রেজা শঙ্কামুক্ত।
Leave a Reply