কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় যাত্রাবাহী একটি মিনিবাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কারো পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তাদের উদ্ধার করা হয়েছে। তবে এখনো পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের কাজ চলছে।
Leave a Reply